সিএএ (CAA) নিয়ে শাহ’র দাবি আবেদন বাতিল হলেই সংশয়ে নাগরিকত্ব। বৃহস্পতিবার শাহের এই মন্তব্যের পরই সিএএ-আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রীয় সরকারি ‘প্রতিশ্রুতি’ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিএএ সংক্রান্ত জটিলতা প্রতিনিয়ত বাড়ছে। নাগরিকত্বের আবেদন করার পর ডাক পড়বে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে।
কেন্দ্রীয় অফিসারের সামনে নির্ধারিত দিনে দেখা করে ইন্টারভিউ দিতে হবে। সেখানে দেখাতে হবে নথিপত্র। পরীক্ষা করে যদি আধিকারিকরা মনে করেন, ওই নথি এবং আবেদনপত্রের দাবির মধ্যে সামঞ্জস্য নেই তাহলে মিলবে না নাগরিকত্বের সার্টিফিকেট। কিন্তু যাঁদের আবেদনপত্র খারিজ হবে সেই নিয়ে কোন উত্তর আপাতত অমিত শাহের কাছে নেই। মোটের ওপর সিএএ এখন নাগরিক আতঙ্ক।