১০ মার্চই হবে ডার্বি

আগামী ১০ মার্চই কলকাতা ডার্বি (Kolkata Derby) । সরকারিভাবে ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) তরফে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মহারণ হওয়ার কথা আছে, সেদিনই কলকাতা ডার্বি হবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন’ সভার জেরে ডার্বির কিক-অফ টাইম পিছিয়ে দেওয়া হচ্ছে। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের পরিবর্তে রাত ৯ টা থেকে ম্যাচ শুরু হতে পারে। কিক-অফ টাইম চূড়ান্ত হয়নি। রাত ৮ টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরুর করার পক্ষেও দাবি করা হচ্ছে। সম্প্রচারকারী সংস্থার দাবি রাত ৮ টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হোক।

রাত ৮ টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হলেও ডার্বি শেষ হতে-হতে রাত ১০ টা ৩০ মিনিট হবে। এর ফলে দর্শক সংখ্যা কমতে পারে। যুবভারতীতে আসা দর্শকদের বাড়ি ফিরতে সমস্যা হতে পারে। ডার্বির জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো ও শিয়ালদা-হাওড়া থেকে বাড়তি ট্রেন চালানো হবে কিনা, সেই বিষয়টাও চিন্তার বিষয় হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে আইন-শৃঙ্খলার কারণ দেখিয়ে ১০ মার্চ ডার্বিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা যাবে না বলে বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়। তারপরেই জামশেদপুরে ম্যাচটা সরিয়ে নিয়ে যাওয়ার কথা ইস্টবেঙ্গল জানায়। কিন্ত পরবর্তীতে ইস্টবেঙ্গলের তরফেও কলকাতায় ডার্বি আয়োজনের পক্ষে সওয়াল করা হয়েছিল।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author