‘১৫ লাখের অপেক্ষায় অনেকে ওপরে চলে গিয়েছে’, মোদীর ‘প্রতিশ্রুতি’ নিয়ে বেফাঁস দিলীপ ঘোষ

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেই প্রচার চলাকালীন নরেন্দ্র মোদী (Narendra modi) বলেন, ‘ভারতের যত কালো টাকা বিদেশের অ্যাকাউন্টে আছে, তা ফিরিয়ে আনলে দেশের প্রত্যেক জনের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেওয়া যেতে পারে।’ এরপর তিনি বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই থেকেই বিরোধীরা বলছেন, মোদী নাকি দেশের সবার অ্যাকাউন্টে ১৫ বাখ টাকা পাঠানোর প্রতিশ্রুতি করেছিলেন, এবং সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি।

এবার মোদীর সেই ১৫ লাখি ‘প্রতিশ্রুতি’ নিয়ে বেফাঁস দিলীপ ঘোষ। এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী বলেন, ‘১৫ লক্ষ টাকার অপেক্ষা করে অনেকে তো উপরে চলে গেল! আমরা ১৫ কোটি টাকার কথা বলছি।’ দিলীপের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘নরেন্দ্র মোদীর কাছে কেউ নিজে থেকে টাকা চাইতে যায়নি। তিনি নিজেই দাবি করেছিলেন যে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনবেন। এরপর সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে পাঠাবেন। তবে দিলীপ ঘোষ এই ধরনের কথা বলে মানুষকে উত্তেজিত করে তুলছেন।’

এই বছর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘কুকথা’ বলায় দিলীপ ঘোষকে সেন্সর করেছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তিনি থামার পাত্র না। সম্প্রতি জলপাইগুড়ির ঝড় নিয়ে তিনি বলেছিলেন, ‘ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে। ভোট ওইদিক থেকেই শুরু হচ্ছে। তাতে বিজেপির ঝড় শুরু হয়েছে। তাতেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে।’ এই ঝড়ে পাঁচজনের মৃত্যু হয়েছিল। এই ধরনের অসংবেদনশীল মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন দিলীপ ঘোষ। দু’দিন আগে প্রচারে বেরিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেছিলেন, ‘এখনও দাদাগিরি শুরুই করিনি। ওরা এখন টুকঠাক করছে। যেদিন একটা ঘা মারব না! কামারের ঘা ওরা দেখেনি। সিধা হয়ে যাবে সব। যখন সভা করব তখন তৃণমূল দম নিতে পারবে না। ওদের প্রার্থীদের কেউ তাড়া করলে, মার খেলে মন্দিরে যাবে। ঠাকুরের পায়ে পড়তে হলে আগেই ঠাকুরের পায়ে পড়ুন। তাহলে মার খেতে হবে না। পিঠে মারের দাগ নিয়ে আর ঠাকুরের কাছে গিয়ে কী হবে।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author