যাদবপুর কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী

অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ( Chandrachur Goswami) আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha election) যাদবপুরের মত রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন ও ঐতিহাসিক কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে চলেছেন । ওনার নেতৃত্বেই দীর্ঘ প্রায় পঁচাত্তর বছর পর দলগত ভাবে হিন্দুমহাসভা লোকসভা নির্বাচনে বাংলা তথা ভারতবর্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচনে লড়াই করবে।

যাদবপুর কেন্দ্রের বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সমাজসেবী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, ‘যাদবপুর কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তাতে জনৈক নেত্রী শিব ঠাকুরের প্রতি যে কুরুচিকর কথা বলেছেন তাতে হিন্দুদের ভাবাবেগে আঘাত লেগেছে । হাতের তীর আর মুখের কথা একবার ছুঁড়ে দিলে আর ফেরত নেওয়া যায়না । ওনার নিজের দলের শীর্ষ নেতৃত্ব এবং ওনার দলের ভোটাররাও নিশ্চই ওনার কদর্য মন্তব্যকে সমর্থন করেননা । আর ওপর আরেকটি দলে প্রার্থী হয়েছেন জনৈক পলাতক গাঙ্গুলী যিনি শেষ বিধানসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রে প্রার্থী হয়ে ভোটের ফল বেরোনোর আগেই নিজের পার্টি কর্মীদের নির্বাচনী হিংসায় বিপদের মধ্যে ফেলে বোধ হয় উসেইন বোল্টের চেয়েও দ্রুত গতিতে দিল্লী পালিয়ে গিয়ে ছিলেন । এহেন পরিযায়ী পাখিরা বসন্তের কোকিল সেজে আসে তারপর ভোটে হেরে আবার দিল্লীতে নিজের আখের গোছাতে ফিরে যায় । এই ধরনের প্রার্থী চয়ন করার ফলে এমনিতেই কর্মী সমর্থকদের মনোবল তলানিতে গিয়ে ঠেকেছে ।’

তিনি সিপিএমকে নিশানা করে বলেন,’আরেকটি রাজনৈতিক দল হচ্ছে লাল সন্ত্রাস তথা গণহত্যার কারিগর । সবাই জানে নেতাই, নন্দীগ্রাম, ধানতলা, বানতলা, বিজনসেতুতে আনন্দমার্গীদের গণহত্যা , সাইবাড়িতে হতভাগ্য মাকে সন্তানের রক্তমাখা ভাত খাওয়ানো, মরিচঝাঁপিতে পূর্ববঙ্গীয় হিন্দুদের নৃশংস ভাবে গণধর্ষণ এবং গণহত্যা করার মত ঘটনায় এদের হাত রক্তরঞ্জিত । যাদবপুরে অনেক সংস্কৃতিবান মানুষের বসবাস হলেও লাল সন্ত্রাসীরা বরাবরই একটি সুস্থ ভারতীয় সংস্কৃতির পরিপন্থী আর সেই জন্যই এরা নেতাজীকে তোজোর কুকুর, রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি, রামকৃষ্ণ ঠাকুরকে মৃগীরুগী বা বিবেকানন্দকে বেকার যুবক ইত্যাদি বলার মত পাপ করে রেখেছে । এরা শ্রেণী সংগ্রামের নামে মানুষে মানুষে সামাজিক, রাজনৈতিক ও সম্প্রদায়িক বিদ্বেষের বিষাক্ত বৃক্ষের বীজ রোপণ করে । এহেন অবস্থায় যাদবপুরের ভোটাররা মুক্ত হস্তে উজাড় করে ভোট দিয়ে হিন্দু মহাসভাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author