শিলিগুড়ি (Siliguri) শহর জুড়ে বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে রূপান্তর করতে জরুরী বৈঠক করলেন মেয়র গৌতম দেব (Goutam Deb) এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন পঃবঃ বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর এবং পি এইচ ই দপ্তরের আধিকারিক বৃন্দ সহ পুর নিগমের কমিশনার ও সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ।
এদিন শিলিগুড়ি পুর নিগমে মেয়র গৌতম দেব জানান, ”অনেক দিন ধরেই শিলিগুড়িতে মাটির নীচ দিয়ে বৈদ্যতিক তার বসানোর কথা চলছে। মাঝখানে নির্বাচন চলে আসায় সম্ভব হচ্ছিল না, এখন আমরা খুব তাড়াতাড়ি এই কাজটা শেষ করব”। তিনি জানান এই কাজের দায়িত্ব নেবে রাজ্য সরকার এবং শিলিগুড়ি পুরনিগম। কাজ আমরা এই বছরের মধ্যে শেষ করতে চেষ্টা করা হবে।
মেয়র আরো জানান, ”আমাদের বহুদিনের ইচ্ছে শিলিগুড়ি শহরে মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার পৌছে দেওয়া এবারে তার বাস্তবায়িত হবে। তাই আমরাও চেষ্টা করছি দ্রুত এই কাজ শেষ করার।” এদিন এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এবং এম এম আই সিরা।