লোকসভা ভোটের (Loksabha election) মুখেই বিজেপির (BJP) অন্দরেই চলছে তোলপাড়। এবার পদ্ম শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অনন্ত মহারাজ। বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে এদিন তিনি বলেন, রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকে রাজ্য বিজেপি তাঁকে ‘ডাস্টবিন’-এর মতো ফেলে রেখে দিয়েছে। এমনকি লোকসভার সাংসদ প্রার্থী নির্বাচনের আলোচনায় পর্যন্ত তাঁকে ডাকা হয়নি।
স্বাভাবিকভাবেই তাঁর এই অভিযোগের পরই বিজেপির অন্দরে শোরগোল পরে গিয়েছিল। বিজেপি ২০২৩-এর মে মাসে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে। কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক। এই ঘটনার পরেই প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে অনন্ত মহারাজ। আপাতত বেশ অস্বস্তিতে রয়েছে গেরুয়া শিবির।