২৪ জুন খুলছে সংসদের দরজা, লোকসভা-রাজ্যসভার অধিবেশন আলাদা দিনে

ইতিমধ্যেই গঠন হয়েছে নতুন সরকার (government)। আজ, বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু (Kiran Rijiju) জানান শুরু হতে চলেছে অধিবেশন। নতুন সরকারের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ২৪ জুন থেকে। অধিবেশন শেষ হবে ৩ জুলাই। সংসদীয় বিষয়ক মন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন, অধিবেশনের প্রথম তিনদিনে সকল নির্বাচিত সাংসদরা লোকসভার শপথ নেবেন এবং লোকসভার সাংসদ বাছাই করা হবে। কিরণ রিজিজু এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে ২৪ জুন থেকে, অধিবেশন চলবে ৩ জুলাই। নব নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর রাষ্ট্রপতির অভিভাষণ ও সংসদের আলেচনা হবে।” এবারের সংসদ অধিবেশনে যে আক্রমণাত্মক অবস্থান নিতে পারে বিরোধীরা সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

লোকসভা ২৪ জুন থেকে শুরু হবে তবে রাজ্যসভার অধিবেশন শুরু হবে ২৭ জুন থেকে। চলবে ৩ জুলাই পর্যন্ত। আগামী ২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে চলেছেন। ওই দিনেই আগামী ৫ বছরে সরকারের রূপরেখা তৈরি ও প্রস্তাবনা পেশ করা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদে মন্ত্রিপরিষদের সঙ্গে পরিচয় পর্ব চলবে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author