প্রয়াত আইসক্রিম ব্র্যান্ড ন্যাচারালসের প্রতিষ্ঠাতা

প্রয়াত ন্যাচারালস আইসক্রিমের (Natuarls Icecream) প্রতিষ্ঠাতা রঘুনন্দন শ্রীনিবাস কামাথ (Srinivas Kamath)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। শুক্রবার মুম্বইতে মৃত্যু হয় ন্যাচারালস কর্ণধারের। দিন ন্যাচারালস আইসক্রিমের তরফ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বার্তায় লেখা হয়, ‘আমাদের প্রতিষ্ঠাতা রঘুনন্দন কামাথের মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত। আমাদের জন্য আজ খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের দিন আজ।’ একটি পোস্টার পোস্ট করে ন্যাচারালস আইসক্রিম। লেখা ছিল, ‘এমন এক হাসি যা আমাদের হৃদয় গলিয়ে দেয়। এই হাসি আমরা কখনও ভুলব না। এই হাসি চিরকাল আমাদের উদ্বুদ্ধ করতে থাকবে এবং আমাদের এটা মনে করাবে যে তাঁর যুগের কখনও সমাপ্তি ঘটতে পারে না।’

দক্ষিণ কন্নড় অঞ্চলের মুল্কি শহরে জন্মেছিলেন রঘুনন্দন। ১৫ বছর বয়সে গোটা পরিবারের সঙ্গে তিনি মুম্বইতে আসেন। নিজের বাবাকে তাঁর ফলের ব্যবসায় সাহায্য করতেন রঘুনন্দন। ১৯৮৪ সালে তিনি নিজের আইসক্রিমের ব্যবসা শুরু করেন। এখন সেই ন্যাচারালস আইসক্রিমের ব্যবসা সারা দেশে ছড়িয়ে পড়েছে। কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু সহ দেশের বহু শহরে প্রায় ১৪০টিরও বেশি আউটলেন আছে এবং খাদ্যরসিকদের কাছে তিনি বেশ স্বনামধন্য।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author