শিয়রে জামাইষষ্ঠী (Jamaisasthi)। তার আগে শিলিগুড়িতে (Siliguri) আকাশছোঁয়া দাম মাছের। শিলিগুড়ির সবকটি বাজারেই দাম শুনে হতবাক সাধারন মানুষ। শিলিগুড়ির সবকটি বাজারে দাম বেশী মাছের। ক্রেতারা বাড়ি থেকে তৈরী হয়ে এসেছিলেন দুই তিন রকমের মাছ কিনতে, আর ফিরছেন একটি মাত্র মাছ কিনেই,।
বাজারে ছাড়া ফেরী করে যারা মাছ বিক্রি করেন তাদের কাছেও মাছের দাম প্রচণ্ড। শিলিগুড়িতে মাছ প্রেমিকেরা কিন্তুু গত কয়েকদিন ধরেই মাছের দাম শুনে থমকে গিয়েছেন। রুই হোক কিংবা পোনা মাছ দাম শুনে শুরু হয়েছে হতাশা। জামাইষষ্ঠীর দিনে জামাইকে তিন চার রকমের মাছ খাওয়ানো এবার হবে বলে মনে করছেন না অনেকেই। একপ্রকার সকলেরই মাথায় হাত পড়ে গেছে। শিলিগুড়িতে মাছের দোকানে বরাবরই ভীড় থাকে প্রচণ্ড তবে এই কদিন ধরে ভীড় বেড়েছে মাছের বাজারে প্রায় তিনগুন। সেই সাথে ভীড়ও। সোম এবং মঙ্গলবার অনেকেই নিরামিশ খান তাই বুধবারের আগে আজকেই ভীড় বেশী বাজারে। তবে মৎসপ্রেমীদের ইচ্ছে অনুযায়ী বাজারে মাছের দাম ঠিক কতখানি কমবে সেটা সময়ই বলে দেবে।