ধেয়ে আসছে রেমাল (Remal)। আর মাত্র কিছুক্ষনের অপেক্ষা। বিপর্যয় মোকাবিলা করতেই সবরকম সতর্কতা অবলম্বন করছে কলকাতা পুলিশ (Kolkata police) ও প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা বিমান বন্দর। দেশ জুড়েই বাতিল বহু বিমান চলাচল। বাগডোগরা থেকেও কলকাতা সব বিমান বাতিল করে দেওয়া হয়েছে। রেমালের প্রভাবে উত্তরেও বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্বাবনা আছে। পাহাড়ের নদীগুলি ফুলে ফেঁপে উঠতে পারে। হড়পা বান আসতে পারে। আবহাওয়া দপ্তর থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও উত্তরের বিভিন্ন জেলাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে।
এই অবস্থায় নিজেদের এক্স হ্যান্ডেলে কলকাতা পুলিশ দিল হেল্পলাইন নম্বর। যেকোন রকম বিপদে রয়েছে পাশে থাকার বার্তা। হাওড়া, শিয়ালদহ শাখায় বাতিল হয়েছে অনেক লোকাল ট্রেন। শনিবারই বিজ্ঞপ্তি দিয়েছে পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলেও অনেক ট্রেন বাতিল হয়েছে। দিঘা, পুরীগামী অনেক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে।