বিজেপিতে যোগ দিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের কুলবধূ

কৃষ্ণনগরের (Krishnanagar) রাজপরিবারের কুলবধূকে বিজেপি প্রার্থী করা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা তুঙ্গে। কিছুদিন আগেই তাঁকে বিজেপি কর্মীদের সঙ্গে আনন্দময়ী ও সিদ্ধেশ্বরী কালিমন্দিরে গিয়ে পুজো দিতেও দেখা গিয়েছিল কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়কে। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে গতকাল আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের কুলবধূ।

বুধবার কৃষ্ণনগরের রাজবাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এর আগে করিমপুরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কৃষ্ণনগরের বহিষ্কৃত সাংসদ মহুয়াকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তৃণমূল নেত্রীকে ‘কুকুর চোর’ বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। করিমপুর থেকে কৃষ্ণনগরে যান তিনি। সেখানেই রাজবাড়িতে অমৃতা রায়ের সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দুর। গতকাল কৃষ্ণনগরের বিজেপি কার্যালয়ে অমৃতা রায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন। শুভেন্দুর হাত থেকেই বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রায় ৭০ জন তৃণমূল নেতা গতকাল বিজেপিতে যোগদান করেন বলে জানানো হয় বিজেপির তরফে।

প্রসঙ্গত, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সম্প্রতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। সেই তদন্ত ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে বলেও বলা হয়েছে নির্দেশিকায়। এই অবস্থায় মহুয়াকে নিয়ে শুভেন্দু সভায় বলেন, ‘কৃষ্ণনগরের যিনি আছেন, তিনি তো…. বাপরে বাপ! তিনি তো পাসওয়ার্ড বাইরে পাচার করে দিয়েছেন। কুকুর চোর। কুকুর ফেরত দিতে হয়েছে। ঘুলে ভ্যানিটি ব্যাগ নেন। আমি জীবনে কোনও দিন এমন কথা শুননিনি। দেখেছেন তো, লোকপাল গতকাল কী করেছেন? সিবিআইকে তদন্তভার দিয়ে দিয়েছেন। আগে তিনি করিমপুরের বিধায়ক ছিলেন না? এবার যেন তিনি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ফেলেন।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author