রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত দু’বার কেন্দ্রে যে সরকার ছিল সেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি (BJP)। তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য জোটের ওপরেই আস্থা রাখতে হয়েছে বিজেপিকে। প্রধানমন্ত্রী ছাড়া মোদীর মন্ত্রিসভার ৭১ জন মন্ত্রী রবিবার রাষ্ট্রপতি ভবনে গতকাল শপথ নিয়েছেন। তবে এবার নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন ৭ জন মহিলা মন্ত্রী, যেটা গতবারের থেকে কম।মন্ত্রিসভায় মাত্র ১০ শতাংশ মহিলা, যা খুব একটা ভালো নয়।
এই বার যে সমস্ত মহিলারা মন্ত্রীত্ব পেয়েছেন তাঁরা হলেন- নির্মলা সীতারামন, অন্নপূর্ণা দেবী, সাবিত্রী ঠাকুর, নিমুবেন বামভানিয়া, রক্ষা খাডসে, শোভা কারান্ডলাজে এবং অনুপ্রিয়া পাটেল। আগের মন্ত্রিসভায় নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। তিনি টানা তিনবার ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হননি। তাঁকে রাজ্যসভার সদস্য করেছে বিজেপি।
এবার বিজেপি থেকে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন কেরলের অভিনেতা রাজনীতিবিদ সুরেশ গোপ, কমলেশ পাসোয়ান (উত্তরপ্রদেশ), সুকান্ত মজুমদার (পশ্চিমবঙ্গ), দুর্গা দাস উইকে (মধ্যপ্রদেশ), রাজভূষণ চৌধুরী (বিহার), সতীশ দুবে (বিহার), সঞ্জয় শেঠ (ঝাড়খণ্ড), সি আর পাতিল (গুজরাট), ভগীরথ চৌধুরি (রাজস্থান), হর্ষ মালহোত্রা (দিল্লি), ভি সোমান্না (কর্ণাটক), সাবিত্রী ঠাকুর (মধ্যপ্রদেশ)। এছাড়া দিল্লির কমলজিৎ সেহরাওয়াত, মহারাষ্ট্রের প্রতাপরাও যাদব, কেরলের জর্জ কুরিয়ান, উত্তরপ্রদেশে কীর্তি বর্ধন সিং, ছত্তিশগড়ের তোখন সাহু, অন্ধ্রপ্রদেশের ভূপতি রাজু শ্রীনিবাস ভার্মা, গুজরাটের নিমুবেন বাম্ভনিয়া, মহারাষ্ট্রের মুরলীধর মোহল, অসমের পবিত্র মার্ঘেরিটা এবং তেলেঙ্গানার বান্দি সঞ্জয় কুমারও