আবগারি দুর্নীতি মামলায় ২৮ মার্চ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিল দিল্লির রউস অ্যাভিনিউ কোর্ট। বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা। লোকসভা ভোটের আগে তাঁর গ্রেফতারি ঘিরে জাতীয় রাজনীতি সরগরম।
শুক্রবার রউস অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার সময় অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্ট করেই বলেছেন, ‘ জেলের ভিতরে হোক বা বাইরে, আমার জীবন উৎসর্গ দেশের জন্য।’ কেজরিওয়ালকে আপাতত ৬ দিন থাকতে হবে বিচারবিভাগীয় হেফাজতে। হোলি উৎসব জেলেই কাটাতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হয়েছেন। কেজরিওয়ালকে ১০ দিন হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল ইডি। সেখান থেকে তাঁকে ৬ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় কোর্ট।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির তরফে বিষ কয়েকবার সমন গিয়েছিল কেজরিওয়ালের কাছে। ২১ মার্চ কড়া নিরাপত্তায় গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে।