ইডির হাত থেকে মুক্তি পেতে মরিয়া শাহজাহান, করলেন আগাম জামিনের আবেদন

অনেক জলঘোলা করে পুলিশের জালে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। পুলিশের হেফাজতে গিয়েও রীতিমতো দাপট দেখাচ্ছেন শেখ শাহজাহান। ইডি (ED) নিয়েও বেশ চিন্তিত শেখ শাহজাহানকে। ইডির তদন্ত থেকে রেহাই পেতে আগাম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি । আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা আছে।

ইডির উপর হামলার ঘটনায় শাহজাহানের নাম ছিল এবং তিনি করতে স্বীকারও করেছেন যে তিনি বলেছিলেন হামলার কথা। তাই শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চাইছে ইডি। কিন্তু ইডির হাত থেকে রেহাই পাওয়ার জন্য শেখ শাহজাহানও নানা চেষ্টা করে যাচ্ছে। রেশন দুর্নীতি সংক্রান্ত ৬টি মামলা রয়েছে সিআইডির হাতে। শেখ শাহজাহানের এখন একটাই চেষ্টা ইডির হাতে তাকে যাতে না যেতে হয়।

জানা গিয়েছে, পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরে তিনি বলেন এককথা বার বার তিনি বলতে রাজি নন। তদন্তে কতটা সহযোগিতা করছেন সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তিনি যে যথেষ্ট প্রভাবশালী সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। তাই সন্দেশখালির বাসিন্দারা এখনই চিন্তামুক্ত হতে পারছে না।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author