শিলিগুড়ির (Siliguri) রামকৃষ্ণ মিশনের (Ramkrishna Mission) জমি দখলের চেষ্টার ঘটনায় কেজিএফ গ্যাং এর মাস্টার মাইন্ড অলোক দাস ওরফে ছোট্টকে গ্রেফতার করল এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ। শুক্রবার রাতে খোলাচাঁদ ফাপড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে। এর আগে অভিযুক্ত রিকভারী এজেন্ট এর কাজ করত। সেই সময় তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আছে।
গত উনিশে মে রামকৃষ্ণ মিশনের জমির ঘটনার পর থেকেই ফেরার ছিল অলোক দাস ওরফে ছোটটু। পুলিশ তার পিছনে ছায়ার মতন ঘুরছিল। ফোন ট্র্যাক করেও পুলিশ কিছুতেই ধরতে পাচ্ছিল না অলোক দাসকে। গুপ্তচর লাগানো হয়েছিল তার পিছনে। অবশেষে সে পরশু দিন শিলিগুড়িতে আসে। এখানে সে প্রধাননগরে একাই থাকত। শিলিগুড়িতে এসেই সে আবার বাইরে চলে যায়। আজ সকালে শিলিগুড়িতে ফিরে আসে সে। সকালে যখন পরোটা চা খেতে বেরিয়েছিল তখনই সাদা পোশাক পরিহিত পুলিশ তাকে ঘিরে ফেলে। পালাবার চেষ্টা করলেই তাকে ধরে ফেলে পুলিশ। জলপাইগুড়ি আদালতে আজ তাকে নিয়ে যাওয়া হলে, আদালত তাকে সাত দিনের হেফাজতের নির্দেশ দেয়।