এসএসসি (SSC) মামলার রায়ে ২০১৬ সালের গোটা নিয়োগ প্য়ানেল বাতিল হয়ে গিয়েছে। চাকরিহারা হতে চলেছেন ২২ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। ইতিমধ্যেই রাজ্যের শাসক দখলে একহাত নিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন তিনি বললেন, ‘একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে। এখন ডবল ডবল চাকরি যাচ্ছে।’ লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বুধবার ডিমারিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এহেন মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী বললেন, ‘যাঁদের চাকরি চলে গিয়েছে, তাঁদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা, আর অযোগ্য কারা… এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। কে যোগ্য আর কে অযোগ্য সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি। এখানে বিজেপির কোনও ভূমিকা নেই।’
উল্লেখ্য, এসএসসি মামলায় ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার ফলে ওই নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা চাকরি পেয়েছিলেন, সবার চাকরি বাতিল হয়েছে। ব্যতিক্রমী একজন। শুধুমাত্র ক্যানসার আক্রান্ত শিক্ষিকা সোমা দাস নিজের চাকরিতে বহাল থাকছেন।