কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ‘ক্লিনচিট’ আগেই পেয়েছিল বাংলা (West Bengal)। কিন্তু তারপরেও টাকা আসেনি। ঠিক ভোটের আগেই বাংলার শহুরে আবাস প্রকল্পের বকেয়া টাকা ছাড়ল কেন্দ্র। রাজ্যের প্রাপ্য ৫০০ কোটি টাকা ছাড়ল মোদি সরকার। ছ’মাস ধরে এই টাকা আটকে রেখেছিল কেন্দ্র। বাংলার গেরুয়া শিবির বহুবার অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় প্রতিনিধি দল বেশ কয়েকবার বাংলায় এসেছে। তারপরও অবশ্য অভিযোগের সত্যতা পায়নি তারা।
ফিরহাদ হাকিম এই মর্মে জানান ‘রাজনৈতিক অভিসন্ধির কারণে বহু ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু ওরা বাংলায় টিম পাঠিয়ে সব কিছু খুঁটিয়ে দেখেও দুর্নীতি খুঁজে পায়নি। প্রকৃত উপভোক্তারাই যে টাকা পেয়েছেন, তা তাঁরা নিজের চোখে দেখে গিয়েছেন। তাই আর টাকা আটকানো সম্ভব হল না।’
শহুরে আবাস প্রকল্পের বকেয়া টাকা ছেড়ে দিলেও বাংলার যে ১১ লক্ষ গ্রামবাসী এখনও ঘর পায়নি। সেই গ্রামীণ আবাস বা ‘আবাস প্লাস’ প্রকল্পের ব্যাপারে যদিও মোদি সরকারের কোন হেলদোল নেই। রাজনৈতিক মহলের প্রশ্ন উঠছে তবে কি বঙ্গ বিজেপি শহরের ভোটের দিকেই নজর দিচ্ছে?