রাজ্যে আবার আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। সন্দেশখালিতে তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। ভোটের আগে এবার তদন্ত করতে গিয়ে আক্রান্ত এনআইএ (NIA)। সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুর করা হয়। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি টিম ভূপতিনগরে যায় তদন্তে। একটি বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে যায় তাঁরা। এলাকার এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। হঠাৎ তাঁদের গাড়ি ঘিরে ধরে কিছু গ্রামবাসী। ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য দাবি করা হয়। এরপরেই এনআইএর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর ফলেই গাড়ির কাঁচ ভেঙে যায়। পুরো টিমের মধ্যে দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালে একটি বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। আদালতের নির্দেশে এনআইএর হাতে সেই বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছিল । আদালতের নির্দেশ মতোই তাঁরা সেখানে তদন্ত করতে গিয়েছিলেন। তদন্তে গিয়েই হামলার মুখে পড়তে হল তাঁদের। ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল এনআইএ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি হাজিরা দেননি। শনিবার সকালে তার খোঁজে গ্রামে যায় এই টিমের সদস্যরা।
হামলার অভিযোগ অস্বীকার করে ব্লক তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলেন, ‘তৃণমূলের কেউ হামলার সঙ্গে জড়িত নয়। নাড়ুয়াবিলা গ্রামের মহিলারা মিথ্যা মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে বলে শুনেছি।’