এনআইএ র (NIA) সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বৈঠকের দাবি অস্বীকার করে পাল্টা তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ভাইপোর সঙ্গে ক্যামাক স্ট্রিটে DG, মুখ্যসচিবের বৈঠকের সিসিটিভি ফুটেজও আমাদের কাছে আছে। তৃণমূলের তরফে আবাসনের রেজিস্টারের যে নথি প্রকাশ করা হয়েছে তা ভুয়ো। ওই হাতের লেখা জিতেন্দ্র তিওয়ারির নয়।
শুভেন্দু অধিকারী বলেন, ‘জিতেন্দ্র তিওয়ারির মিটিং নিয়ে যে অভিযোগ তৃণমূল তুলছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন, ওখানে ২৮টা টাওয়ার আছে। এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে। ওই হাতের লেখা জিতেন তিওয়ারির নয়। জিতেন তিওয়ারি আমাদের পার্টি কলিগ। আমরা জানি’।
এরপর তিনি বলেন ‘ওনার কাছে না কি সিসিটিভি ফুটেজ আছে। আমি SP NIAএর সঙ্গে জিতেন তিওয়ারির ফুটেজ ডেট সহ নির্বাচন ঘোষণা হওয়ার পরে। ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি, বর্তমান মুখ্যসচিব, পুলিশ ও বড় বড় আমলারা ক্যামাক স্ট্রিটে গিয়ে হাটবারে হাটবারে মিটিং করেন, তারও সিসিটিভি ফুটেজ সবার কাছে আছে। তাই জিতেন তিওয়ারির সঙ্গে NIAএর SPর সিসিটিভি ফুটেজ তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছি’।