প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) এইচডি দেবগৌড়ার (H.D Devgouda) পৌত্র জেডিএস নেতা প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই দেশের রাজনীতি তোলপাড়। এই ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের মধ্যেই ময়দানে নেমেছে বিরোধীরা। এবার এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করলেন নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত এত বড় জঘন্য অপরাধের পরেও প্রধানমন্ত্রী মোদী নীরবতা পালন করেছেন বলে আক্রমণ করেছেন রাহুল।
রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সমালোচনা করে লেখেন, ‘নরেন্দ্র মোদী বরাবরের মতো কর্ণাটকে নারীদের বিরুদ্ধে সংঘটিত জঘন্য অপরাধের বিষয়ে লজ্জাজনকভাবে নীরবতা বজায় রেখেছেন। সব কিছু জানার পরও কেন শুধু ভোটের জন্য কয়েকশো মেয়েকে শোষণকারী শয়তানের হয়ে প্রচার করলেন? প্রধানমন্ত্রীকে তার জবাব দিতে হবে।’
তিনি আরও লিখেছেন, ‘এত বড় অপরাধী এত সহজে দেশ থেকে কীভাবে পালিয়ে গেল? কায়সারগঞ্জ থেকে কর্ণাটক এবং উন্নাও থেকে উত্তরাখণ্ড মেয়েদের অপরাধীদের প্রতি প্রধানমন্ত্রীর নীরব সমর্থন দেশজুড়ে অপরাধীদের উৎসাহিত করছে।’ তিনি প্রশ্ন তোলেন, ‘মোদীর রাজনৈতিক পরিবারের অংশ হওয়া কি অপরাধীদের নিরাপত্তার গ্যারান্টি?’