লোকসভা নির্বাচনের (Loksabha election) প্রচার চলছে জোরকদমে। মাঠে নেমেছে শাসক–বিরোধী দুইপক্ষ। প্রথম থেকেই তৃণমূল নেতাদের অভিযোগ বাংলায় বিজেপি নেতারা রাজনৈতিকভাবে পেরে উঠবে না বলেই কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে। সিবিআই–ইডিকে এতদিন কাজে লাগানো হচ্ছিল। এবার লোকসভা নির্বাচনে জাতীয় তদন্তকারী সংস্থাকে (এনআইএ) কাজে লাগিয়ে ভোটের আগে তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেফতার করার ষড়যন্ত্র করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের এহেন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে।
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ বলেন, ‘তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে সেই তালিকা বিজেপির পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে এনআইএ’র এক অফিসারের হাতে। এই বিষয়ে নিজাম প্যালেসে গিয়েও বৈঠক করেছেন বিজেপির আর এক রাজ্য নেতা।’ এই দাবির সপক্ষে কুণাল ঘোষ গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন এনআইএ’র কাছে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। শনিবার পূর্ব মেদিনীপুর–সহ বেশ কয়েকটি জায়গায় আবার তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে গ্রেফতার করতে অভিযানে যাবে এনআইএ। নিউটাউনে এসপি ডিআর সিংয়ের বাড়িতে দু’বার বৈঠক হয়েছিল, সেখানেই তালিকা তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস নেতাদের নাম এবং দ্রুত তাঁদের সমন পাঠিয়ে গ্রেফতার করতে হবে বলা হয়েছে। এটা ঘটেছে কিনা তদন্ত করে দেখা হোক। কিছু নোটিশ ইতিমধ্যেই ছাড়া হয়েছে। আগামীকাল আরও কিছু ছাড়া হবে। এটা বাস্তব নাকি নয়।
শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে তিনি প্রশ্ন করেন, ‘ওই দুই বিজেপি নেতা নিজাম প্যালেসে গিয়ে বৈঠক করেছিল না করেনি। এনআইএ কি তল্লাশি করার পরিকল্পনা করছে এবং তালিকা অনুযায়ী গ্রেফতার করা হবে তৃণমূল কংগ্রেস নেতাদের। সেই তালিকা বিজেপি দিয়েছে না দেয়নি।’