কলকাতায় নামার মুখে বিপদে এয়ার ইন্ডিয়ার বিমান

বারবার সতর্ক করা সত্ত্বেও একই ঘটনার মুখে পড়তে হচ্ছে বিমানগুলিকে (flight)। এই ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। ককপিটে গিয়ে পড়ল লেজার লাইট, স্বাভাবিকভাবেই চোখ ধাঁধিয়ে গেল বিমান চালকের। বেশ জটিলতার মধ্যেই নিরাপদে অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। থানাগুলিকে এ বিষয়ে সতর্ক করা সত্ত্বেও এই ঘটনা তৈরি হওয়ায় উঠছে প্রশ্ন।

মঙ্গলবার রাতে ৮ টা ১০ মিনিটে লেজার আলো দেখতে পান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানের পাইলট। কলকাতা বিমানবন্দর থেকে কিছুটা দূরে মধ্যমগ্রাম থেকে দেখা গিয়েছিল ওই আলো। বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর এয়ারপোর্ট ম্যানেজার এয়ারপোর্ট থানায় খবর দেন। সেখান থেকে সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়। তারপর সেখান থেকে যথাযত ব্যবস্থা নেওয়া হয়।

লেজার লাইটের কারণে বারবার এই ধরনের বিভ্রান্তিতে পড়ছে পাইলটরা। মাঝ আকাশে এমন পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ সেই কথা বার বার বলছেন বিশেষজ্ঞরা। গত মার্চ মাসেও একই ঘটনা ঘটেছিল। আগেরবারও মধ্যমগ্রাম থেকেই লেজার লাইট দেখা গিয়েছিল।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author