ভোটের দিন ঘোষণা করার আগেই তৃণমূল ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু বিজেপি (BJP) ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যেও রয়েছে সমস্যা। বাদ চলে গিয়েছেন পবন সিং। বামেরা দিয়েছে ১৬ আসনে প্রার্থী। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে মূল টক্কর হতে চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যেই। বাংলায় তৃণমূল কংগ্রেস যখন সব আসনে প্রার্থী ঘোষণা করে প্রচারও শুরু করে দিয়েছে সেখানে দিল্লিতে এসে বাংলার বাকি ২৩টি লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দু’দফায় বৈঠক করেছে বিজেপির রাজ্য সভাপতি সহ সহ অন্যরা। সেই বৈঠকে ৭টি আসন নিয়ে বঙ্গ বিজেপির নাজেহাল অবস্থা।
ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে প্রবল চাপে রয়েছে বিজেপি। অভিষেককে প্রতিদ্বন্দ্বিতা করার ‘যোগ্য’ প্রার্থী খুঁজেই পাচ্ছে না পদ্ম শিবির। ডায়মন্ডহারবার ছাড়াও আরও ৬টি লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে চলছে জোর জল্পনা। উত্তর বঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ এবং দক্ষিন বঙ্গের মেদিনীপুর,উত্তর কলকাতা,দমদম এবং কৃষ্ণনগর এই কটি আসনে পাওয়া যাচ্ছে না প্রার্থী। আসানসোল কেন্দ্রটি নিয়েও বেশ সমস্যায় পড়েছে বিজেপি।