বন্ধন ব্যাংকের (Bandhan Bank ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদ থেকে স্বেচ্ছাবসরের ঘোষণা করলেন চন্দ্রশেখর ঘোষ। ব্যাঙ্কের বোর্ডের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। শুক্রবার ৫ই এপ্রিল এটি নিয়ে বিবৃতি দিয়েছেন। ৯ই জুলাই দায়িত্ব থেকে সরে যাবেন চন্দ্রশেখর। ২০২৩র নভেম্বরে শেষবার ৩ বছরের জন্য ম্য়ানেজিং ডিরেক্টর ও সিইও পদের জন্য তাঁকে মনোনীত করে ব্যাঙ্কের পরিচালন বোর্ড। তবে মেয়াদ শেষের আগেই স্বেচ্ছাবসর নিচ্ছেন তিনি। ৯ বছর আগে চন্দ্রশেখরের হাত ধরে পথচলা শুরু করে বন্ধন।
ব্যাঙ্কের পরিচালন বোর্ডকে পাঠানো পদত্য়াগপত্রে তিনি লিখেছেন, ‘প্রায় এক দশক ধরে এমডি ও সিইও-র দায়িত্ব পালন করেছি। এখন মনে হচ্ছে, বৃহত্তর দায়িত্ব পালনের সময় এসেছে। বন্ধন গোষ্ঠীর নীতি ও কৌশল নির্ধারণকারীর ভূমিকায় কাজ করতে চাই। আর তাই ২০২৪র ৯ই জুলাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বহু প্রতিকূলতা সত্ত্বেও একাধিক মাইল ফলক ছুঁতে পেরেছে বন্ধন। বর্তমানে আমানত হিসেবে ব্যাঙ্কের কাছে জমা আছে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, বড় হয়েছে বন্ধন। ২০২৪ র ৩১শে মার্চ পর্যন্ত পরিসংখ্য়ান অনুযায়ী, আমানতকারী ও ঋণগ্রস্ত মিলিয়ে গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি। ব্যাঙ্কের বর্তমান কর্মী সংখ্যা ৭৫ হাজার। কর্মীদের প্রত্যকের কাছে আমি ঋণী। তাঁরা আমার উপর ভরসা ও বিশ্বাস রেখেছেন। তার জন্য আমি গর্বিত। একটা মজবুত সংস্থাকে পরবর্তী নেতৃত্বের জন্য ছেড়ে দিয়ে যাচ্ছি।’