এবার কংগ্রেস নেতা (Congress leader) ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমান খুরশিদের (Salman Khurshid) স্ত্রী লুইস খুরশিদ সহ ৩ জনের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। এই মামলায় উত্তর প্রদেশের ফারুকাবাদের ড. জাকির হুসেন ট্রাস্টের ৪৬ লাখের সম্পত্তি যোগ করেছে কেন্দ্রীয় সরকারি আর্থিক তদন্তকারী এজেন্সি। সলমান খুরশিদের স্ত্রী লুইস সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ৭১.৫০ লাখের কেন্দ্রীয় সরকারি ফান্ডে আর্থিক তছরুপ করেছে তারা।
ইডির তরফে খবর, ড. জাকির হুসেন মেমোরিয়াল ট্রাস্ট গ্রান্ট-ইন-এইড পেয়েছিল ৭১.৫ লাখের। এছাড়াও অভিযোগে ওই টাকা ট্রাস্টের সদস্য প্রত্যুষ শুক্লা, ট্রাস্টের সেক্রেটারি মহম্মদ আথার, ট্রাস্টের প্রজেক্ট ডিরেক্টর লুইস খুরশিদরা তছরুপ করেছেন। গ্রান্ট-ই-এডের টাকা সঠিকভাবে ব্য়বহার হয়নি বলেই জানায় ইডি। বলা হচ্ছে, অভিযুক্তরা তাঁদের ব্যক্তিগত কাজে ওই টাকা ব্যবহার করেছেন। সোমবার ইডি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিযোগ করা হয়।