এপ্রিল মাসের শুরুতেই শুরু হয়েছে তীব্র দাবদাহ। সেই আমেজের মাঝেই আজ রবিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী সব জেলাতেই শুরু হয়ে গেল বৃষ্টি (Rain)। গত কয়েকদিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলেছে।
বৃষ্টিতে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস তরফে খবর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আরামবাগ, তারকেশ্বর-সহ হুগলি জেলার বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।